Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০২২

ওজোপাডিকোলিঃ, খুলনায় দেশের প্রথম বিদ্যুতের মডেল সাবস্টেশন উদ্বোধন


প্রকাশন তারিখ : 2022-08-02

দেশে এই প্রথম খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) মডেল সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) ওজোপাডিকোর ট্রেনিং ইনস্টিটিউটে সাবস্টেশনের উদ্বোধন করেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম ও রিভেরি পাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আল জিলানী। অনুষ্ঠানে জানানো হয়, ওজোপাডিকোর প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য এই সাবস্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া চাকরির শুরুতে সাবস্টেশন অপারেশনের একটা ধারণা নেয়া যাবে। ফলে কর্মক্ষেত্রে ভয় ও দুর্ঘটনার আশংকা কমে যাবে। আর এই মডেলের সাবস্টেশন দেশের আর কোথাও নেই। অনুষ্ঠানে আরও জানানো হয়, সাবস্টেশনটি বিদেশি কোম্পানির দ্বারা প্রাথমিক প্রাক্কলিত ব্যয়ের প্রায় অর্ধেক ব্যয়ে নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান রিভেরি পাওয়ার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকোর পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ এফসিএমএ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস এর প্রধান প্রকৌশলী মোঃ  আবু হাসান।